সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনার রায়: দিল্লীর কাছে প্রত্যর্পণের অনুরোধ, জটিলতায় ভারত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৯:৪৭

সংগৃহীত

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরত পাঠাতে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে অনুরোধ জানানো হয়েছে। এই রায় ভারতকে এক জটিল কূটনৈতিক পরিস্থিতিতে ফেলেছে বলে মনে করছে বিবিসি।

পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই আরেকটি প্রত্যর্পণের অনুরোধ জারি করবে। যদিও দুই দেশের মধ্যে চুক্তি রয়েছে, ভারত মনে করলে রাজনৈতিক কারণ দেখিয়ে এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, এই রায় প্রত্যাশিত ছিল, কিন্তু ভারত পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না।

হাসিনাকে ফেরত না পাঠালে তা 'কূটনৈতিক অবজ্ঞা' হিসেবে দেখা যেতে পারে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ করবে। কারণ সীমান্ত সুরক্ষার জন্য বাংলাদেশ কৌশলগতভাবে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ, শান্তি এবং স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top