মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

জাতিসংঘ: শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ‘ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৯

ছবি: সংগৃহীত

জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রদত্ত রায়কে “ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত” বলে আখ্যায়িত করেছে।

সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, গত বছরের আন্দোলন দমনে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের জন্য এ রায় একটি তাৎপর্যপূর্ণ ধাপ। জাতিসংঘ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত তাদের তথ্য–উপাত্তভিত্তিক প্রতিবেদনের পর থেকেই দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছে—যাদের মধ্যে নেতৃত্বস্থানীয় ও নির্দেশদাতা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।

রাভিনা শামদাসানি আরও বলেন,
“আমরা এ বিচারকার্য সম্পর্কে সরাসরি অবগত না হলেও, আমরা ধারাবাহিকভাবে সব জবাবদিহিতামূলক কার্যক্রমের পক্ষে কথা বলেছি। বিশেষ করে যখন বিচার আসামির অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন এই মানদণ্ড আরও কঠোরভাবে প্রযোজ্য হয়।”

তিনি পুনর্ব্যক্ত করেন যে জাতিসংঘ মৃত্যুদণ্ডের যেকোনো প্রয়োগের বিরোধিতা করে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য উদঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের একটি সামগ্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে। তিনি বলেন,
“জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যেতে আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা খাতে অর্থবহ ও রূপান্তরমূলক সংস্কার প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন লঙ্ঘন আর না ঘটে।”

বাংলাদেশকে সহায়তা করতে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন প্রস্তুত বলেও জানান তিনি।

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তিনি শান্ত ও সংযমী থাকার আহ্বান জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top