মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার আগে মৃত্যুদণ্ড হয়েছিল ভুট্টো, মোশাররফ, সাদ্দামের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:০৬

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় শেখ হাসিনার আগেও সাবেক দুই প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। এর মধ্যে একজনের রায় কার্যকর হয়েছে। মধ্যপ্রাচ্যে আলোচিত মৃত্যুদণ্ডের একটি দৃষ্টান্ত হলো ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।

শেখ হাসিনার আগে পাকিস্তানের দুই সাবেক শাসক জুলফিকার আলী ভুট্টো ও পারভেজ মোশাররফ মৃত্যুদণ্ডের রায়ের মুখোমুখি হয়েছিলেন। দুজনের ক্ষেত্রে অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হত্যা ও রাষ্ট্রদ্রোহ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী (১৯৭৩–৭৭) ও পিপিপি প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোকে ১৯৭৭ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন জিয়াউল হক।
দুই বছর পর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন সুপ্রিম কোর্ট।

ফাঁসি কার্যকর:

  • তারিখ: ৪ এপ্রিল ১৯৭৯

  • স্থান: রাওয়ালপিন্ডি কারাগার

৪৪ বছর পর ২০২৩ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানায় যে ভুট্টো ন্যায়সঙ্গত বিচার পাননি।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।
২০০৭ সালে সংবিধান স্থগিত ও জরুরি আইন জারি করার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় ২০১৯ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।

রায়ের সময় তিনি চিকিৎসার কারণে দুবাইয়ে ছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সেখানেই তার মৃত্যু হয়।

২০০৬ সালের ঈদুল আজহার দিনে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের।

  • ১৯৮২ সালে দুজাইল শহরে শিয়া জনগোষ্ঠী হত্যাকাণ্ড

  • ১৯৮৮ সালে হালাবজা গণহত্যা ও রাসায়নিক অস্ত্র ব্যবহার

  • কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা

২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০০৪ সালে তিনি গ্রেপ্তার হন।
২০০৬ সালের নভেম্বরে রায় ঘোষণা এবং ডিসেম্বরেই তা কার্যকর করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top