মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সাড়ে চার দশকের সমাপ্তি: শেখ হাসিনার নাটকীয় পতন

ক্ষমতাচ্যুতি ও মৃত্যুদণ্ড: যেভাবে শেষ হলো হাসিনা অধ্যায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:১৯

সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ প্রায় সাড়ে চার দশক ধরে এক প্রবল প্রতাপের নাম শেখ হাসিনা। সপরিবারে পিতাকে হারানোর পর ১৯৮১ সালে ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা অবস্থায়ই তিনি হন আওয়ামী লীগের সভাপতি। এরপর দেশে ফিরে দলের নেতৃত্ব নিয়ে শুরু হয় তার নাটকীয় রাজনৈতিক যাত্রা।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ক্ষমতায় আসেন ১৯৯৬ সালে। এরপর ২০০৮ সালের নির্বাচন থেকে টানা সাড়ে ১৬ বছর ক্ষমতায় ছিলেন তিনি। তার সময়ে হয়েছে পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বড় অবকাঠামোগত উন্নয়ন।

তবে এই সময়েই তার বিরুদ্ধে ওঠে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধী মত দমনের মতো গুরুতর সব অভিযোগ। সমালোচকরা বলেন, একগুঁয়েমি ও অতি আত্মবিশ্বাসের কারণে তিনি একক কর্তৃত্বের শাসনে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন।

চূড়ান্ত পতন আসে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে। কোটা সংস্কার আন্দোলন দমনে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ সহিংসতায় রূপ নেয়। হাজারেরও বেশি মানুষের মৃত্যুর সরকারি ও বেসরকারি তথ্য রয়েছে। ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি।

আর সেখানেই বসে তিনি শুনলেন তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়। ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। এভাবেই বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার উত্থান ও পতনের সমাপ্তি ঘটল।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top