মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বিআরটিএ স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষার জন্য মেরামত কারখানা খুঁজছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৭:০৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সরকারি ও বেসরকারি মোটরযান মেরামত কারখানা থেকে আবেদন আহ্বান করেছে স্বয়ংক্রিয় ফিটনেস পরীক্ষা পরিচালনার জন্য। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে বিআরটিএর প্রদত্ত নিবন্ধন সনদ থাকা আবশ্যক। আবেদনকারী প্রতিষ্ঠানকে ফিটনেস পরীক্ষার সিস্টেম স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞ হতে হবে। দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগের সুযোগও রয়েছে।

একটি ভেহিকল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি) স্থাপনের জন্য ৫০-৬০ হাজার বর্গফুট জায়গা এবং ন্যূনতম ছয়জন কারিগরিকর্মী থাকা বাধ্যতামূলক। এছাড়া প্রতিদিন অন্তত ১০০টি মোটরযান পরীক্ষা করার সক্ষমতা থাকতে হবে। ভিআইসি পরিচালনায় ব্যবহৃত সফটওয়্যার বিআরটিএর বিদ্যমান সিস্টেমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ফিটনেস পরীক্ষার জন্য আলাদা সেকশন, পরীক্ষা রিপোর্ট অনলাইনে সংরক্ষণ ও যাচাই, প্রাথমিক চিকিৎসা, নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দক্ষ চালক, হেল্পডেস্ক ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের প্রযুক্তি, সিসি ক্যামেরা পর্যবেক্ষণ এবং জরুরি মেরামতের সুবিধা থাকতে হবে।

আগ্রহী প্রতিষ্ঠানকে আগামী ২ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে বিআরটিএ সদর কার্যালয়ে চেয়ারম্যানের কাছে আবেদনপত্র দাখিল করতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top