বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

লন্ডনে বাংলাদেশ সেন্টারে উত্তাপ: নাজেহাল হাইকমিশনার আবিদা ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১১:৩৭

সংগৃহীত

যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের ঐতিহাসিক প্রতিষ্ঠান, লন্ডন বাংলাদেশ সেন্টার। দীর্ঘদিনের দ্বন্দ্ব এবার চরম আকার ধারণ করেছে। সোমবার সন্ধ্যায় সেন্টারের চেয়ারম্যান ও বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম কাউন্সিল অব ম্যানেজমেন্টের সভা ডাকেন। কিন্তু সভাস্থলে পৌঁছতেই তাঁকে পড়তে হয় হট্টগোলের মুখে।

সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের অনুসারীরা সরাসরি বাগ্‌বিতণ্ডায় জড়ান। তাঁরা অভিযোগ করেন, নির্বাচিত কমিটির সঙ্গে যোগাযোগ না করেই হাইকমিশনার সভা ডেকেছেন এবং গঠনতন্ত্র অনুযায়ী তাঁর কোনো ভোটাধিকার নেই।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, বক্তব্য না দিয়েই সেন্টার ত্যাগ করতে হয় হাইকমিশনারকে। পরে ব্রিটিশ পুলিশের উপস্থিতিতে তিনি আবার ফিরে আসেন।

হাইকমিশনার জানান, আগামী ২৬ নভেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে, তাই দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন জরুরি। অন্যদিকে, দেলোয়ারপন্থীরা কণ্ঠভোটে কমিটির মেয়াদ বাড়ানোর দাবি তুলে আগে গঠনতন্ত্র সংশোধনের কথা বলছেন।

এই বিব্রতকর ঘটনা লন্ডনে বাংলাদেশি কমিউনিটির জন্য সৃষ্টি করেছে নেতিবাচক প্রতিক্রিয়া। সব পক্ষের বক্তব্য পরিষ্কার করতে আজ বিকেলে হাইকমিশনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top