বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের প্রতি আচরণবিধি মেনে চলার আহ্বান সিইসি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১২:১৪

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দেশের সব রাজনৈতিক দলকে আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে সিইসি নাসির উদ্দিন বলেন, “একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা। নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব রাজনৈতিক দল এই আচরণবিধি মেনে চলার মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে হবে। সিইসি আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটের সফলতায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সিইসি আশা প্রকাশ করেন, সব দল তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে এবং নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সহযোগিতা করবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top