বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৪১ জনের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:৫৯

ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৪১ জনের প্রাণহানি ঘটেছে, যা সেপ্টেম্বরের তুলনায় ৫.৭৫ শতাংশ বেশি। বুধবার (১৯ নভেম্বর) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে মোট ৪৮৬টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহত ৪৪১ জনের পাশাপাশি আহত হয়েছেন আরও ১,১২৮ জন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৬৩ জন শিশু রয়েছে।

ফাউন্ডেশনের হিসাবে, সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে যেখানে ১৩.৯ জনের মৃত্যু হয়েছে, সেখানে অক্টোবরে এই হার বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭ জনে। মোট নিহতের মধ্যে ৩১.৬ শতাংশ ছিলেন মোটরসাইকেল আরোহী। অক্টোবর মাসে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩৭ জন।

এ সময়ে ৯৮ জন পথচারী দুর্ঘটনায় মারা গেছেন, যা মোট মৃত্যুর ২২.২২ শতাংশ। এছাড়া ৬২ জন চালক ও সহকারী নিহত হয়েছেন যা মোট নিহতের ১৪.৫ শতাংশ।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি অক্টোবর মাসে ৯টি নৌ-দুর্ঘটনায় ১১ জন নিহত এবং চারজন নিখোঁজ হয়েছেন। একই মাসে ৪৬টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে জাতীয় মহাসড়কে: ১৬৬টি দুর্ঘটনা, আঞ্চলিক সড়কে: ১৪৮টি, গ্রামীণ সড়কে: ৮১টি শহরের সড়কে: ৮৭টি।  বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা যায় ,ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২১টি দুর্ঘটনায় নিহত ১১২ জন, সিলেট বিভাগে সর্বনিম্ন ২৬টি দুর্ঘটনায় নিহত ২৪ জন।

ফাউন্ডেশন মনে করছে, অধিকাংশ দুর্ঘটনার বড় কারণ অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানো। গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি, পাশাপাশি ড্রাইভারদের মোটিভেশনাল প্রশিক্ষণ জরুরি বলে মন্তব্য করা হয়েছে।

এছাড়া পথচারীদের অসচেতনতা এবং যানবাহনের বেপরোয়া চালনা পথচারী মৃত্যুর হার বাড়াচ্ছে। এজন্য সরকারি উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা জোরদারের তাগিদ দিয়েছে সংস্থাটি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top