বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৫

সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন।

র‌্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডটি সংগঠিত করা হয়েছে ‘ফোর স্টার’ গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদের নির্দেশে। এ ঘটনায় সন্ত্রাসী পাতা সোহেল ও সুজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানান, হত্যার পরিকল্পনা করেছেন পাতা সোহেল ও সুজন। শুটার হিসেবে ছিলেন জনি, কাল্লু ও রোকন। জনিকে ৩০ হাজার টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হয়েছিল, যার ১ হাজার টাকা অগ্রিমও প্রদান করা হয়েছিল। হত্যার নেতৃত্ব দিয়েছেন ভাগিনা মাসুম।

র‌্যাব জানায়, হত্যার পেছনে রাজনৈতিক কোন্দল, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণের জটিল বিষয় কাজ করেছে। গোলাম কিবরিয়ার সঙ্গে জড়িতদের সঙ্গে পূর্বে সখ্য থাকলেও, ৫ আগস্টের পর সম্পর্কের অবনতি ঘটে।

ঘটনা ঘটেছিল ১৭ নভেম্বর সন্ধ্যায়। পল্লবীর একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে দুর্বৃত্তরা তাকে মাথা, বুকে ও পিঠে গুলি করে। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে ঢুকার মাত্র দুই-তিন সেকেন্ডের মধ্যে কয়েকজন ব্যক্তি ভেতরে ঢুকে গুলি চালায়। আহত অবস্থায় কিবরিয়াকে শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের আরও গ্রেফতারের পাশাপাশি ব্যবহৃত অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top