শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে কী করবেন? বাঁচতে শিখুন ‘ড্রপ-কাভার-হোল্ড অন’ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৭:৩৩

সংগৃহীত

মাঝারি মাত্রার একটি কম্পনই বুঝিয়ে দিয়েছে ঢাকার ঝুঁকি কতটা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ইন্ডিয়ান-বার্মা প্লেটে জমা হওয়া শক্তিতে যেকোনো সময় ৮.২ থেকে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হোন।

ভূমিকম্প টের পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত খোলা জায়গায় আশ্রয় নিন। ঘর থেকে বের হওয়ার সময় সম্ভব হলে বৈদ্যুতিক ও গ্যাসের সুইচ বন্ধ করুন। কোনো কিছু সঙ্গে নিতে অযথা সময় নষ্ট করবেন না।

বের হওয়া না গেলে আমেরিকান রেডক্রসের পরামর্শ— ‘ড্রপ-কাভার-হোল্ড অন’ পদ্ধতি অনুসরণ করুন। মেঝেতে বসে কোনো শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে আশ্রয় নিন এবং সেটি শক্ত করে ধরে রাখুন।

এই সময় বেশি নড়াচড়া, জানালা দিয়ে লাফ দেওয়া বা লিফট ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, বেশি মুভমেন্ট মানেই বেশি আহত হওয়ার ঝুঁকি। গাড়িতে থাকলে ফাঁকা স্থান বেছে নিয়ে গাড়িতেই থাকুন।

প্রথম ঝাঁকুনির পর আফটার শকের জন্য সতর্ক থাকুন। ধ্বংসস্তূপে আটকে গেলে ম্যাচ জ্বালাবেন না। চিৎকার না করে পাইপে বা দেয়ালে বাড়ি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করুন।

পূর্বপ্রস্তুতি হিসেবে ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন সংস্কার করুন। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে নির্মাণ নিশ্চিত করুন। এছাড়া বাড়িতে জরুরি কিট ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রস্তুত রাখুন।

ফায়ার সার্ভিস বলছে, জরুরি টেলিফোন নম্বরগুলো দৃশ্যমান স্থানে সংরক্ষণ করুন। ভূমিকম্প মোকাবেলায় প্রাণক্ষয় কমাতে নিয়মিত মহড়া অনুশীলন ও সচেতনতা তৈরিতে জোর দিন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top