শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

শেরিং তোবগে ঢাকায়: লাল গালিচা সংবর্ধনা, তারপরই স্মৃতিসৌধে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৭:৫৮

সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে সংক্ষিপ্ত সৌজন্য বিনিময়ে তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এরপর তাকে ১৯ বার তোপধ্বনি ও সশস্ত্র বাহিনীর চৌকস দলের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। সকালে ঢাকায় পৌঁছালেও তাঁর ব্যস্ত কর্মসূচির শুরু হয় সাভার থেকে।

সফরে এসেই ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। স্মৃতিসৌধে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি বকুলের চারা রোপণ করেন।

আজকের দিনের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে—দুপুরে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং বিকেল তিনটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে তোবগের একান্ত বৈঠক।

এই সফরে বাণিজ্য, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি ও ইন্টারনেট ব্যান্ডউইথসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ অনুষ্ঠিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top