ভূমিকম্প আতঙ্কে বন্ধ ঢাবি: শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১৪:১০
দফায় দফায় ভূমিকম্পের পর চরম আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়! শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুরক্ষার কথা বিবেচনা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।
শনিবার সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুয়েটের বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামত করার জন্য এই ১৫ দিনের ছুটি দেওয়া হয়েছে। প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্দেশ অনুযায়ী, আজ রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। একই কারণে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটেও ক্লাস-পরীক্ষা স্থগিত করে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে নিরাপত্তার জন্য স্বস্তি পেলেও, অনেক শিক্ষার্থী যারা টিউশন বা কাজের জন্য ঢাকায় থাকে, তারা হঠাৎ হল ছাড়ার নির্দেশে বিপাকে পড়েছেন।
তবে শিক্ষার্থীদের নির্বিঘ্নে বাড়ি ফেরার সুবিধার্থে ডাকসুর উদ্যোগে বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে বাস সার্ভিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত হলগুলোর নিরাপত্তা নিশ্চিত করে স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।