রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্লট দুর্নীতির মামলা: রায় ২৭ নভেম্বর, আসামি হাসিনা-জয়-পুতুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:৫১

সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামির বিরুদ্ধে করা প্লট দুর্নীতির তিনটি মামলার রায় ঘোষণার দিন ধার্য হয়েছে। আগামী ২৭ নভেম্বর এই রায় ঘোষণা করা হবে।

রোববার (২৩ নভেম্বর) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখ ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন বা দুদকের প্রসিকিউটররা আসামিদের সর্বোচ্চ সাজা, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবার সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন, যদিও তারা বরাদ্দ পাওয়ার যোগ্য ছিলেন না।

তিনটি পৃথক মামলায় মোট ৪৭ জন আসামি রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং বিভিন্ন মন্ত্রণালয় ও রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তারা।মামলাগুলোতে ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এই গুরুত্বপূর্ণ মামলার রায়ের দিকে এখন তাকিয়ে আছে গোটা দেশ। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top