রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১৮:১৫

সংগৃহীত

নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি অবনতির মধ্যে থাকলেও গত দেড় বছরের প্রচেষ্টায় উন্নতি হয়েছে।

অন্যদিকে, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, ভূমিকম্প সংঘটিত হওয়ার ১০ সেকেন্ড পূর্বে সতর্কতামূলক বার্তা দিতে পারে এমন মোবাইল অ্যাপ আমাদের দেশেও চালু করা যায় কিনা, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।

তিনি ভূমিকম্প প্রতিরোধে জলাশয় ভরাট করে ভবন নির্মাণ না করা এবং সবাইকে বিল্ডিং কোড মেনে ভবন তৈরির আহ্বান জানান। এটি বিশেষ করে নগর এলাকায় উন্মুক্ত জায়গার অভাব দূর করতে সাহায্য করবে। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। তবে বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top