রাজনীতিতে জাইমা: প্রথমবার দলীয় সভায় তারেক-কন্যা!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৫:৩০
বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এটি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে।
রোববার (২৩ নভেম্বর) বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সাথে প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে একটি ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন। এই গুরুত্বপূর্ণ সভায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল সভায় জাইমা রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং কাজের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, অবশ্যই কাজটা যেনো এগিয়ে যায়। সমন্বয় বজায় রেখে কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি।
লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করার পর থেকেই তাঁকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দলীয় সূত্র বলছে, এই আনুষ্ঠানিক উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে তাঁর সক্রিয় ভূমিকার একটি স্পষ্ট পূর্বাভাস।
যদিও তাঁর বাবা তারেক রহমান আগে বলেছিলেন, সময় পরিস্থিতি বলে দেবে— তবুও জাইমা রহমানের এই সক্রিয়তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।