শেখ হাসিনাকে ফেরাতে বাধা ভারত? মৃত্যুদণ্ড ঘিরে জটিল অচলাবস্থা!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:২৪
একসময় ক্ষমতার শীর্ষে থাকা শেখ হাসিনা এখন ভারতের মাটিতে নির্বাসিত। আর সেই অবস্থাতেই তাঁর বিরুদ্ধে ঘোষিত হয়েছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড। নয়াদিল্লি তাঁকে বাংলাদেশে ফেরত পাঠালে যে কোনো সময় এই দণ্ড কার্যকর হতে পারে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, এই পথে বড় বাধা এখন ভারত।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাঁর সরকারের পতনের পর সহিংস দমন-পীড়নের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ঢাকা এখন তাঁকে বিচারের মুখোমুখি করতে দ্রুত প্রত্যর্পণের দাবি জানাচ্ছে। কিন্তু ভারত, যিনি একসময় ছিলেন বাংলাদেশের সবচেয়ে দৃঢ় মিত্র—সেখানে তৈরি হয়েছে জটিল অচলাবস্থা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা দীর্ঘ দশকে ভারতের বিশ্বস্ত মিত্র ছিলেন। কিন্তু সাবেক কূটনীতিকরা মনে করেন, ভারত তাঁকে সহজে ফেরত পাঠাবে না। এর কারণ হলো—দুই দেশের প্রত্যর্পণ চুক্তিতেই 'রাজনৈতিক অপরাধের' ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রায় ঘোষণার পরই তাঁকে 'বিলম্ব না করে' হস্তান্তরের আহ্বান জানালেও, ভারতের বক্তব্য হলো—তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভারতে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, এই সংকটে ভারতই তাঁর মায়ের জীবন বাঁচিয়েছে।
শেখ হাসিনার বিদায়ে কি বাংলাদেশের দীর্ঘ বিভাজনময় যুগের সমাপ্তি ঘটবে, নাকি আরও অনিশ্চিত এক নতুন অধ্যায় শুরু হবে—তার অনেকটাই নির্ভর করছে নয়াদিল্লির কূটনৈতিক সিদ্ধান্তের ওপর।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।