উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৩:৩৮

উপদেষ্টা পরিষদে মঙ্গলবার (২৫ নভেম্বর) গণভোট সংক্রান্ত অধ্যাদেশ পাস। ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদে মঙ্গলবার (২৫ নভেম্বর) গণভোট সংক্রান্ত অধ্যাদেশ পাস হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, প্রয়োজনীয় আইন আগামী ৩–৪ কার্যদিবসের মধ্যে প্রণয়ন করা হবে।

গণভোটে ভোটদাতা চারটি বিষয় নিয়ে একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন। সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি সংসদে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। এই পরিষদ ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে।

সংবিধান সংস্কার শেষ হলে, ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। উচ্চকক্ষের মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top