মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

ত্রয়দশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রবাসী বাংলাদেশিরা

নাহার | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:০১

সংগৃহীত

ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। বিশ্বের ১৪৮টি দেশে বসবাসরত প্রায় ১০ লক্ষ প্রবাসী ভোটারের জন্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন “পোস্টাল ভোট বিডি” মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। এর মাধ্যমে বিদেশে থাকা প্রবাসীরা ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।

ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান, নিবন্ধন কার্যক্রম বিভিন্ন অঞ্চলে নির্ধারিত সময়সূচিতে চলবে। পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় নিবন্ধন ১৯-২৩ নভেম্বর, উত্তর আমেরিকা ও ওশেনিয়ায় ২৪-২৮ নভেম্বর, ইউরোপে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর, সৌদি আরবে ৪-৮ ডিসেম্বর, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯-১৩ ডিসেম্বর এবং মধ্যপ্রাচ্যে (সৌদি বাদে) ১৪-১৮ ডিসেম্বর।

ভোটাররা যে দেশে অবস্থান করছেন, সেই দেশের মোবাইল থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। ব্যালট প্রাপ্তি নিশ্চিত করতে ভোট প্রদানকারীদের সঠিক ঠিকানা প্রদান এবং অ্যাপের নির্দেশনা অনুযায়ী ফরম যথাযথভাবে পূরণ করা আবশ্যক।

উদ্বোধনের পর থেকে প্রায় ২২ হাজার প্রবাসী ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন, যা আজ বিকেলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top