মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

দোয়া চাইলেন খালেদা জিয়া: নিবিড় পর্যবেক্ষণে আছেন হাসপাতালের কেবিনে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৪১

সংগৃহীত

হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। এই মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

গতকাল রোববার (২৩ নভেম্বর) রাতে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, তার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যার ফলে তার শ্বাসকষ্ট অনেক বেড়ে গিয়েছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতাসহ নানা মাল্টিডিজিস জটিলতা থাকায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে। এমনকি লন্ডন থেকে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ভার্চুয়ালি যুক্ত আছেন বোর্ডের সাথে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান চিকিৎসায় জটিলতা না কাটলে তাকে যেকোনো সময় করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে স্থানান্তরের প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে সপ্তাহখানেক তাকে হাসপাতালে থাকতে হতে পারে।

এই পরিস্থিতিতে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top