খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফখরুলের বার্তা, ভাইরাল সামাজিক মাধ্যমে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:০৩
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বার্তা দিয়েছেন, যা এখন দলীয় নেতাকর্মীদের মধ্যে সংহতির তরঙ্গ ছড়িয়ে দিয়েছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করেন মির্জা ফখরুল। সেই ছবিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মাত্র আটটি শব্দ লেখা ছিল: সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ।
ফুসফুস ও হৃদ্যন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ায় বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দলের মহাসচিবের এই আবেগঘন পোস্টটি নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগেরই বহিঃপ্রকাশ।
এদিকে, হাসপাতাল সূত্র জানিয়েছে, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। নিউমোনিয়াসহ মাল্টিডিজিস জটিলতা কাটানোর জন্য চিকিৎসা চলছে।
দলের মিডিয়া সেল সকালে জানিয়েছে, ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো আপডেট না থাকলেও আগের মতোই নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। দেশবাসী এবং নেতাকর্মীদের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।