কারওয়ান বাজারে আজও রাস্তায় সৌদি প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৯

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কারওয়ান বাজারে সৌদি আরবের টিকিট পেতে আজও রাস্তায় প্রবাসীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই ভিড় করছেন রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে।

ভুক্তভোগীরা জানান, চারদিন আগে টিকিটের টোকেনের তারিখ, সিরিয়াল অনুসারে ১ম ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও এখনও সিরিয়াল পাচ্ছেন না তারা। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষও কোনো সদুত্তর দিতে পারছে না।

বুধবার সকাল থেকেই এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ও ভেতরে টিকিটের প্রত্যাশায় অপেক্ষা করছেন শতাধিক প্রবাসী। কর্তৃপক্ষ বলছে, ধৈর্য না হারিয়ে সিরিয়ালে থাকতে।

এদিকে, এদিকে করোনার কারণে ৬ মাস বন্ধের পর ২৫২ জন প্রবাসীকে নিয়ে প্রথম একটি ফ্লাইট গত রাতে ঢাকা ছেড়েছে। সৌদি সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top