ভিভিআইপি মর্যাদা পেল খালেদা জিয়ার ফ্লাইট, প্রস্তুতি বিমানবন্দরে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি এলো। তার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি নেওয়া হয়েছে।
যদিও একান্ত সচিব তারিখ পিছিয়েছে বলে জানিয়েছেন, তবে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ করবে এবং খালেদা জিয়াকে নিয়ে ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
চিকিৎসকরা বলছেন, এয়ার অ্যাম্বুলেন্সের বিলম্বের পাশাপাশি ম্যাডামের শারীরিক অবস্থা দীর্ঘ ফ্লাইটের জন্য কতটা উপযুক্ত, সেটাও বিবেচনায় নিতে হচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে একই জায়গায় স্থিতিশীল রয়েছে।
পুরো প্রক্রিয়ার ওপর সরকারি নিরাপত্তা ও অপারেশনাল মনোযোগ দেওয়ায়, এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় আসা এবং লন্ডন যাত্রা এখন শুধু চিকিৎসকদের সবুজ সংকেতের অপেক্ষায়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।