সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

সামনে কঠিন সময় অপেক্ষা করছে: ষড়যন্ত্র নিয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১

সংগৃহীত

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ৫ আগস্টের আন্দোলনের পর থেকে তিনি এই আশঙ্কার কথা বলে আসছেন।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বলেন, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র শক্তি হলো দেশের জনগণ।

তারেক রহমান জোর দিয়ে বলেন, এই ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে রুখে দিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে 'গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র'।

তিনি বিশ্বাস করেন, যেকোনো মূল্যে জনগণের মতামত বা গণতন্ত্র প্রতিষ্ঠিত করা গেলে অনেক ষড়যন্ত্রকে রুখে দেওয়া যাবে। তবে এর পরেও কিন্তু সামনে অনেক কঠিন সময়— এমন আশঙ্কার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

বিএনপি আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top