দায়িত্ব পেলে দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত।
মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করেছে, তা বুঝতে গ্র্যাজুয়েটদের চাকরির খোঁজে ভোগান্তি, কৃষকের সাধারণ সেবা পেতে হিমশিম খাওয়া কিংবা ব্যবসা বাঁচাতে উদ্যোক্তাদের ঘুষ দিতে বাধ্য হওয়ার দিকে তাকালেই বোঝা যায়।
তিনি মনে করিয়ে দেন, বিএনপির আমলেই দুর্নীতির বিরুদ্ধে বড় অগ্রগতি হয়েছিল। জিয়াউর রহমানের প্রশাসনে শৃঙ্খলা ফেরানো এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে আধুনিকায়ন ও সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে ২০০৪ সালে স্বাধীন দুদক গঠন করা হয়েছিল।
তিনি দাবি করেন, টিআইবি জরিপেও দেখা গিয়েছিল, ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়েছে। বাজেট নিয়ন্ত্রণ, স্বচ্ছ ক্রয় নীতি, ই-গভর্ন্যান্স ও উন্মুক্ত বাজারের মতো সংস্কার এনে বিএনপিই দুর্নীতি কমানোর ধারাবাহিক রেকর্ড রেখেছে।
তারেক রহমান আগামীতে দুদক, আদালত ও নির্বাচন কমিশনের স্বাধীনতা, সম্পূর্ণ স্বচ্ছতা, ই-গভর্ন্যান্স চালু এবং হুইসেলব্লোয়ার সুরক্ষা সহ একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, যখন সৎ নেতৃত্ব, শৃঙ্খলা ও জনগণের সমর্থন একসঙ্গে আসে, তখন পরিবর্তন অসম্ভব নয়। 'জনগণ যদি দায়িত্ব দেয়, বিএনপি আবারও সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত।'
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।