ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ভাষণ প্রস্তুত নির্বাচন কমিশনের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা ঘিরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দীনের ভাষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণেই ঘোষণা করা হবে ভোটের তফসিল।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায়, অথবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) যেকোনো দিন তফসিল ঘোষণা করতে পারে কমিশন। তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ইসি সূত্রে জানা যায়, ভাষণটি সম্প্রচারের জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। কমিশনার মাছউদ বলেন, “ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা হবে। ১০ ডিসেম্বরও হতে পারে। এর বেশি সময় নেই, ১১ ডিসেম্বরের মধ্যেই তফসিল দিতে হবে।”
তফসিল অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হতে পারে বলে নির্বাচনি সূত্রে জানা গেছে।
নাসির উদ্দীনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বড় কোনো জাতীয় নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। শুরুতেই জাতীয় নির্বাচন আয়োজন হওয়ায় এটিকে কমিশনের জন্য কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
ইতোমধ্যে নির্বাচন আয়োজনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছে কমিশন। সরকারপ্রধান এ প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু, সুন্দর ও ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে নির্দেশনা দিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।