বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

এনসিপির ১২৫ প্রার্থীর তালিকা ঘোষণা: কে লড়ছেন কোন আসনে?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫০

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বুধবার, ১০ ডিসেম্বর, রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

প্রথম ধাপে ঘোষিত এই ১২৫ প্রার্থীর মধ্যে রয়েছেন পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, ঠাকুরগাঁও-২ আসনে রবিউল ইসলাম, বগুড়া-৬ আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকি, ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, এবং সিলেট-১ আসনে এহতেশাম হক।

প্রার্থীর নাম ঘোষণার আগে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এবার তারা 'ব্যালট রেভল্যুশনে' যাচ্ছেন। তিনি প্রার্থীদের দলীয় প্রতীক শাপলা কলি-তে ভোট চাওয়ার পাশাপাশি নির্বাচনে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চাওয়ার নির্দেশনা দেন।

এনসিপি জানায়, তারা দেড় হাজারের বেশি মনোনয়ন ফরম বিতরণ করেছিল। চূড়ান্ত ঘোষণার আগে, ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, তা তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হতে পারে। প্রথম ধাপে মোট ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি নির্বাচনের মাঠে তাদের অবস্থান জানান দিলো।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top