১৭ বছর পর ফিরছেন তারেক রহমান: অভ্যর্থনার ভেন্যু নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২

সংগৃহীত

আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের দীর্ঘ নির্বাসন শেষে তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অভ্যর্থনার স্থানগুলো এখন যাচাই-বাছাই করা হচ্ছে। আজ বিমানবন্দরে নিরাপত্তা প্রধান ও অভ্যর্থনা কমিটির সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। পুরো সড়কপথের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের সাথেও বৈঠকে বসবে বিএনপি।

তারেক রহমানের সাথে আসছেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এই অভ্যর্থনা হবে ঐতিহাসিক। গুলশানের বাসভবন ও অফিস সংস্কারের কাজও প্রায় শেষ পর্যায়ে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top