আজ দেশে আসবে ওসমান হাদির মরদেহ, দাফন কোথায়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২১
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানিয়েছেন, হাদির মরদেহ শুক্রবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। পরিবারের সঙ্গে আলোচনার পর জানাজা ও দাফনের সময়সূচি ও স্থান জানানো হবে।
প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে দ্বিতীয় জানাজা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশা যোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।