সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ছে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:০২

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংকটকালে দেশে এসে ফ্লাইট সংকটে আটকে পড়া সৌদি প্রবাসীদের আকামা ও ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সরকারের তৎপরতায় প্রবাসী বাংলাদেশিদের আকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি সরকার।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘সৌদি প্রবাসীদের সেখানে যেতে আর কোনো বাধা নেই। সৌদি সরকার তাদের সেখানে যেতে অনুমতি দিয়েছে। যাদের ভিসা আছে তারা সেখানে যেতে পারবে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসার মেয়াদও বাড়ানো হবে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। আর যাদের আকামার মেয়াদ শেষ হয়েছে তা বাড়ানোর সময় আরবি সফর মাস পর্যন্ত অর্থাৎ আরও ২৪ দিন পর্যন্ত বৈধ হবে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবতরণের অনুমতি দিয়েছে, যা বাংলাদেশিদের সুষ্ঠুভাবে সেখানে ফেরাতে সহায়তা করবে। বাংলাদেশ সরকারও সমস্ত সৌদি এয়ারলাইন্সকে এদেশে অবতরণ এবং বাংলাদেশিদের সৌদি আরবে নেয়ার অনুমতি দিয়েছে।’

করোনা মহামারির কারণে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়েন অনেক প্রবাসী। অনেকের ভিসা ও আকামার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিরতে না পারলে অনেকে কাজ হারাবেন। কিন্তু যাওয়ার টিকিট না পেয়ে বিপাকে পড়েন তারা। এর আগে মোট তিন দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top