দেশে করোনা পরিস্থিতি
করোনায় একদিনে ৫ মৃত্যু, শনাক্ত ৪১০
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০০:৪১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। মোট ১৬ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ৪১০ জন রোগী শনাক্ত হয়েছে।এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন হয়েছেন ৯৫৭ জন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্লেষনে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২১৪টি ল্যাবে ১৫ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৪০ লাখ ৩ হাজার ২৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এরা সবাই ষাটোর্ধ্ব।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৫৭ জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৭৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: করোনা ৫ মৃত্যু শনাক্ত ৪১০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।