জাতিসংঘে বঙ্গবন্ধু’র ভাষণ উপলক্ষে ডাক টিকিট প্রকাশ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৫
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বাংলায় ভাষণ দেয়া উপলক্ষে ডাক টিকিট, খাম ও ডাটাকার্ড ছেড়েছে ডাক অধিদপ্তর। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ২৫ সেপ্টেম্বর শুক্রবার, নিজ দপ্তর থেকে এগুলো অবমুক্ত ও প্রকাশ করেন।
জাতিসংঘে বাংলায় বঙ্গবন্ধুর ভাষণ দেয়া উপলক্ষে ডাক অধিদপ্তরের প্রকাশিত সামগ্রী হচ্ছে, ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ০৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডে এবং একটি বিশেষ সীলমোহর।
১৯৭৪ সালে ২৫ সেপ্টেম্বর, জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর মাত্র ৮ দিন আগে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে জাতিসংঘের ১৩৬তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।