বিসিএসআইআরে আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ২০:৪৪

বিসিএসআইআরে আন্তর্জাতিক সম্মেলন শুরু

বাংলাদেশ বিজ্ঞাপন ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে অবস্থিত বিসিএসআইআর প্রাঙ্গণে আয়োজিত সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইন্স অ্যান্ড টেকনোলজি-২০২১ শীর্ষক এ সম্মেলনে দেশ-বিদেশের শতাধিক বিজ্ঞানী, গবেষক ও শিক্ষক অংশ নেবেন।

এসময় চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, গেস্ট অব অনার হিসেবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top