শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

করোনা মুহূর্তেও

প্রধানমন্ত্রী উন্নয়ন মূলক কাজ অব্যাহত রেখেছেন : ডেপুটি স্পীকার

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১৮:৫২

প্রধানমন্ত্রী উন্নয়ন মূলক কাজ অব্যাহত রেখেছেন : ডেপুটি স্পীকার

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন- দেশের এই করোনা মুহূর্তেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন মূলক কাজ অব্যাহত রেখেছেন।

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিগত ২০১৯ সালে ভয়াবহ বন্যায় বিদ্ধস্ত বোনারপাড়া-রামনগর জিসি রাস্তার ব্রীজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বন্যা ও দূর্যোগ ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পূণর্বাসন প্রকল্পের আওতায় ২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে উক্ত জিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা আ'লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিজার রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, সংশ্লিষ্ট ঠিকাদার রাশেদ খন্দকার, আব্দুল আজিজ, বোনারপাড়া ইউনিয়ন আ'লীগ সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মিয়া প্রমুখ।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top