৮ সেপ্টেম্বর থেকে বিমানের রিয়াদ-ঢাকা বিশেষ ফ্লাইট
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৭
নিজস্ব প্রতিবেদক। নিউজফ্ল্যাশ৭১.কম
করোনা মহামারির কারণে দীর্ঘ দিন বন্ধ থাকা রিয়াদ-ঢাকা রুটে আগামী ৮ সেপ্টেম্বর থেকে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে রিয়াদে এই ফ্লাইট পরিচালনা করছে বিমান।
করোনার কারণে গত মার্চ থেকে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে সৌদি আরবের সঙ্গে। ফলে গত ছয় মাসে দেশটিতে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে রাষ্ট্রয়াত্ত উড়োজাহাজ সংস্থাটি।
বিমান জানিয়েছে, দেশে ফিরতে আগ্রহী যাত্রীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। দাম্মাম থেকে ঢাকায় বিজনেস আসনে একমুখী যাত্রায় ৩ হাজার সৌদি রিয়াল ও ইকোনমি আসনে ২১৫০ সৌদি রিয়াল ভাড়া নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের অবশ্যই বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করার নির্দেশনা দেয়া হয়েছে ।
শুধু বিমান রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রারকৃত যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকেট ক্রয় করতে পারবেন।
ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।