শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

দেশে করোনা পরিস্থিতি

করোনা একদিনে মৃত্যু ৩৩, শনাক্ত ৩৭৩৭

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ২৩:৪৪

করোনা একদিনে মৃত্যু ৩৩, শনাক্ত ৩৭৩৭

বাংলাদেশে আবারও করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। অদৃশ্য ভাইরাসটিতে প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছে। মৃতের তালিকাতেও উঠছে নতুন নতুন অনেক নাম।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৭৩৭ জনের দেহে, যা গত নয় মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

শুক্রবার (২৬ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করে তিন হাজার ৭৩৭ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে, যা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। সবমিলিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮৮ হাজার ১৩২ জন।

গত একদিনে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৮৩০ জনে। মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১২জন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top