নারীরা এখন কোথাও নিরাপদ নয়: মান্না

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ অক্টোবর ২০২০, ২১:৪৯

নিজস্ব প্রতিবেদক:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের কোথাও আমাদের মা-বোনেরা নিরাপদ নয়। সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে সরকার পরিপূর্ণ ব্যর্থ।

তিনি বলেন, পথে যারা চলে তারা নিরাপদ নয়, আর আমাদের জীবন তো এমনিতেই নিরাপদ নয়। একদিকে করোনা, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, আবার আছে পুলিশের নির্যাতন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত দেশব্যাপী নারী নির্যাতন: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক নাগরিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, এমসি কলেজে নারী ধর্ষণের দায় কি কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে? বছরের পর বছর অবৈধভাবে এরা ক্যাম্পাসে থাকে কীভাবে? তাদের শক্তির উৎস কী?

মান্না আরও বলেন, মানবতা বাঁচাতে, নারীর সতীত্ব বাঁচাতে, দেশের সতীত্ব বাঁচাতে সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে মাঠে নামতে হবে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এক পর্যায়ে তারাই প্রতিরোধ গড়ে তুলবে। কারো জন্য, কোনো নেতা বা দলের জন্য অপেক্ষা করবে না।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top