‘করোনা মোকাবিলায় সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে’
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১, ১৯:৩৪
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে দেশে। এরই মধ্যে দেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন সবার আগে, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
রোববার (০৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। পাশাপাশি এক সপ্তাহের লকডাউনও ঘোষণা করা হয়েছে।
সোমবার থেকে লকডাউন থাকবে পুরো দেশ। জানা গেছে, লকডাউনের আওতামুক্ত থাকবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পণ্যবাহী পরিবহনের পাশাপাশি খোলা থাকবে সংবাদপত্র সংশ্লিষ্ট পরিবহনও।
এসবের বাইরে শুধু শিল্পকারখানা খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন। সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।