সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

ধর্ষণের প্রতিবাদে শাহবাগ উত্তাল

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০, ১৪:৪৪

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে এ অবরোধ শুরু হয়। ‘বন্দি সময়ের চিৎকার’ ব্যানারে অবরোধ কর্মসূচিতে অংশ নেন ছাত্র ইউনিয়ন ও ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ প্ল্যাটফর্মের নেতাকর্মীরা।

অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে অবরোধকারীরা ধর্ষণবিরোধী স্লোগান দিচ্ছেন। তারা প্রথমে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন। সে সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। অবস্থানকারীদের পাশে পুলিশও অবস্থান নিয়েছে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ অভিমুখে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘সারাদেশে একের পর এক ধর্ষণ ঘটেই চলেছে। সম্প্রতি সিলেটের এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। দেশে বিচারহীনতার সংস্কৃতির জন্যই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’

এদিকে, ধর্ষণের বিরুদ্ধে শাহবাগে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালীর সুবর্ণচরের শিক্ষার্থীরা আলাদা ব্যানারে মানববন্ধন করেছেন।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top