'বাংলাদেশে করোনার টিকা কার্যক্রম চলমান রাখতে কাজ করছি'

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ২২:১৬

'বাংলাদেশে করোনার টিকা কার্যক্রম চলমান রাখতে কাজ করছি'

ভারত যতগুলো দেশকে করোনাভাইরাসের টিকা দিয়েছে, তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা গ্রহণ করেছে। এমনটাই বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বাংলাদেশে করোনার টিকার কার্যক্রম চলমান রাখতে ভারত কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। নিজ দেশে চার দিনের ছুটি কাটিয়ে এ বন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। পরে সড়কপথে আখাউড়া থেকে ঢাকায় যান বিক্রম দোরাইস্বামী।

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, 'করোনাভাইরাসের টিকার প্রাপ্যতা নিয়ে সংকট রয়েছে। সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। চুক্তি অনুযায়ী বাংলাদেশে সাত মিলিয়ন টিকা সরবরাহ করা হয়েছে'।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top