দোকান-শপিং মল খোলা রাত ৯টা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ০৫:৪৫
লকডাউনের মধ্যে রাজধানীর দোকান খোলা রাখার সময় বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি। এর আগে বিকাল পাঁচটায় দোকান বন্ধ করার কথা থাকলেও এখন তা বাড়িয়ে রাত নয়টা পর্যন্ত করা হয়েছে। সোমবার থেকে কার্যকর হবে এই নতুন সিদ্ধান্ত ।
রবিবার সন্ধ্যায় দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত বলেন, 'ডিএমপি কমিশনারকে (মোহা. শফিকুল ইসলাম) আমি ফোন করেছিলাম। তিনি জানিয়েছেন, সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।' কার্যকর কবে থেকে জানতে চাইলে তিনি বলেন, 'আজ তো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। কালকে থেকে এই সময় কার্যকর হবে।'
২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দোকানপাট ও শপিংমল খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি।
এদিকে ঈদের আগে সর্বাত্মক লকডাউনের মধ্যেই রবিবার দোকানপাট ও শপিংমল খুলে দেয়ায় ক্রেতাদের হুড়োহুড়ি বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ ছিল রাজধানীর নিউমার্কেটের ভেতর ও বাইরের। তাছাড়া শপিংমল গুলোতেও ছিল ক্রেতাদের ব্যাপক উপস্থিতি। কিন্তু অধিকাংশ শপিংমলে অকেজো জীবাণুনাশক টানেল।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দোকানপাট ও শপিংমল খোলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।