সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

বিলুপ্ত হেফাজতে ইসলামের কমিটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ০৯:০৭

বিলুপ্ত হেফাজতে ইসলামের কমিটি

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।

রোববার (২৫ এপ্রিল) রাতে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। পরে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েও এই তথ্য জানানো হয়।

ভিডিও বার্তায় বাবুনগরী বলেন, 'দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কিছু নেতার পরামর্শে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ ভবিষ্যতে আহ্বায়ক কমিটির মাধ্যমে হেফাজতের কার্যক্রম শুরু হবে।'

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে ২৫, ২৬ ও ২৭ মার্চ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটে, এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত এক ডজন হেফাজত নেতা সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের তালিকায় আছেন সংগঠনটির আরও দুই শতাধিক নেতা।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top