দেশে রাশিয়ার ‘স্পুতনিক-ভি’ ভ্যাকসিন অনুমোদন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ২২:৩৩
বাংলাদেশে রাশিয়ার ভ্যাকসিন স্পুতনিক-ভি জরুরি ব্যবহারের জন্যে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী মে মাসের মধ্যেই রাশিয়ার করোনা এ ভ্যাকসিনের ৪০ লাখ ডোজ দেশে আসবে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ঔষুধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দেয়।
তিনি জানান, আগামী মে মাসের মধ্যেই রাশিয়ার করোনা এ ভ্যাকসিনের ৪০ লাখ ডোজ দেশে আসবে। এই অনুমোদন পাওয়ায় দেশে রাশিয়ার ভ্যাকসিন আমদানি ও ব্যবহারে আর কোনো ধরনের বাধা থাকল না।
এ নিয়ে বাংলাদেশে ব্যবহারের জন্যে অনুমোদন পেল দুইটি ভ্যাকসিন। এর আগে দেশে ব্যবহারের অনুমোদন পায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।