প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুন ২০২১, ২২:২৬

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আসছে সুখবর
এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ব্যাগ, জামা ও জুতা  কিনতে টাকা পাবে। ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিট অ্যালাউন্সের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
 
এ বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক শিক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২৬ হাজার ৩১১ কোটি টাকা।কিট অ্যালাউন্সের জন্য বর্তমান অর্থবছরে ৩ হাজার ৭১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 
 
এর প্রেক্ষিতে প্রতি শিক্ষার্থীর জন্য বছরের শুরুতে কিট অ্যালাউন্স হিসেবে প্রাথমিকভাবে ১ হাজার টাকা ও উপবৃত্তির মাসিক হার ১০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ২০০ কোটি টাকা কিট অ্যালাউন্স বাবদ ও অবশিষ্ট টাকা উপবৃত্তি বাবদ ব্যয় হবে।
 
ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগী শিক্ষার্থীর মায়েদের অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।
 
এনএফ৭১/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top