শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ২২:০৪

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ভ্যাক্সিন ক্যান্ডিডেট তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ওষুধ প্রস্তুত কোম্পানি গ্লোব বায়োটেক।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ প্রতিরোধে গ্লোব বায়োটেক আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এগুলো হলো- D614G variant mRNA vaccine, DNA Plasmid vaccine এবং Adenovirus ype-5 Vector vaccine. সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্লোব বায়োটেক সারা বিশ্বে একমাত্র প্রতিষ্ঠান, যাদের তিনটি ভ্যাকসিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় স্থান পেয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুনুর রশীদ স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে, গ্লোব বায়োটেকের এ সাফল্য প্রচারে গণমাধ্যমের প্রতি আহবানও জানানো হয়।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top