শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ঝুলন্ত তার অপসারণ অভিযান বন্ধ ডিএসসিসির

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১৬:২৬

নিজস্ব প্রতিবেদক:

কেবল টিভি ও ইন্টারনেটের ঝুলন্ত তার নভেম্বর পর্যন্ত অপসারণের অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

রোববার(১৮ অক্টোবর) নগরভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

জানা গেছে, ডিএসসিসির পক্ষ থেকে সড়কে ঝুলন্ত তার অপসারণ আপাতত করা হবে না। সংশ্লিষ্টরা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন।

আইএসপিএবির সভাপতি এম এ হাকিম বলেন, আমরা ঝুলন্ত তার সরিয়ে মাটির তল দিয়ে সংযোগের কাজ শুরু করব। নভেম্বরের মধ্যেই এই কাজ শেষ হবে।

এর আগে ঝুলন্ত তার অপসারণের প্রতিবাদে আজ রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন রাখার কর্মসূচি ঘোষণা করেছিল আইএসপিএবি এবং কোয়াব।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top