ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০৪:১৬

ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় মামলাটি করেছে পুলিশ। এতে ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা অবস্থান কর্মসূচি পালনের জন্য রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে জমায়েত হয়। এতে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সন্ধ্যার দিকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিএনপির বিভাগীয় সমাবেশ শেষে নেতাকর্মীরা রেলওয়ে স্টেশনে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখোমুখি হয়। এ সময় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘বিএনপির সমাবেশস্থল পলিটেকনিক মাঠ থেকে নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্বর এলাকার আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা, রাস্তায় জনগণের চলাচলে বাধা, পুলিশের ওপর হামলা, কাজে বাধা ও তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় এ মামলা করা হয়েছে।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top