বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

‘গণতন্ত্র প্রতিষ্ঠায় মব ভায়োলেন্স পরিহার করতে হবে’— মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৪৯

সংগৃহীত

দেশে গণতন্ত্র সুসংহত করতে হলে ‘মব ভায়োলেন্স’ এবং অসহিষ্ণু রাজনৈতিক আচরণ থেকে বেরিয়ে আসা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে যে মবক্রেসির আবহ তৈরি হয়েছে, তা একটি “পরিকল্পিত বিভ্রান্তির চেষ্টা”, আর গণতন্ত্রের মূল শর্ত হলো ভিন্ন মতকে সহ্য করা।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠানে গণঅভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।

মির্জা ফখরুল বলেন,

“গণতন্ত্রের প্রধান কথা হচ্ছে— আপনাকে অন্যের মত সহ্য করতে হবে। আমি কথা বলব, আপনার কথা সহ্য করব না— পিটিয়ে দেব, মব ভায়োলেন্স তৈরি করব, বলব ভেঙে দাও, গুঁড়িয়ে দাও— ‘দিস ইজ নট ডেমোক্রেসি।’”

তিনি আরও বলেন,

“আমি তোমার সঙ্গে একমত না-ও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে আমি জীবন দিয়ে হলেও রক্ষা করব— এটাই গণতন্ত্র। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা অন্যের মতকে সহ্য করতে চাই না; আমরা তাকে উড়িয়ে দিতে চাই। এ জায়গা থেকে আমাদের সরে আসতে হবে।”

বিএনপি মহাসচিব মনে করেন, বাংলাদেশ টেকসই রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাইলে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠা অত্যন্ত জরুরি।

তিনি বলেন,

“কোন দল জিতল বা হারল— এটা মুখ্য নয়। গুরুত্বপূর্ণ হলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলো কি না। আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন কি না, মিডিয়া স্বাধীন কি না, পার্লামেন্ট কার্যকর কি না, দেশে আইনের শাসন আছে কি না— এই বিষয়গুলোর ওপরই আমাদের ভবিষ্যত নির্ভর করছে।”

ফখরুল আরও বলেন, সুশাসন, মানবাধিকার, সামাজিক মর্যাদা ও জনগণের রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে গণতন্ত্রের চর্চা ও ভিন্নমতের প্রতি সম্মান অপরিহার্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top