কঠোর লকডাউনেও ঢাকার সড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ০০:৪৭

কঠোর লকডাউনেও ঢাকার সড়কে যানজট

করোনা প্রকোপ ঠেকাতে রাজধানীসহ সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে সাত দিনের `কঠোর লকডাউন‘। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যেতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে জরুরি প্রয়োজনে বাড়ির বাহিরে যেতে হলে নিতে হচ্ছে পুলিশের মুভমেন্ট পাস।

আর এই বিধিনিষেধ বাস্তবায়নে সড়কে সড়কে কাজ করছে পুলিশ ও র‌্যাব। লকডাউনের প্রথম দিন রাজধানীর সড়ক ফাঁকা থাকলেও দ্বিতীয় দিন সকাল থেকে যানবাহনের আধিক্য দেখা গেছে। অনেক সড়কে দেখা গেছে যানজটের পুরোনো চিত্র।

মিরপুর, বাড্ডা গুলশানসহ রাজধানীর বেশ কিছু সড়কে যানজটের এমন চিত্র দেখা গেছে। যানজটে আটকাপড়া এসব গাড়ির মধ্যে পণ্যবাহী গাড়ির পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাটাই ছিল বেশি। পুলিশের মুভমেন্ট পাস ছাড়া যারা গাড়ি নিয়ে সড়কে বেরিয়েছেন তাদের পড়তে হচ্ছে পুলিশের তল্লাশিতে। আর এ কারণে অনেক চেক পোস্টগুলোতে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়েছে।

প্রতিটি চেকপোস্টে পুলিশ সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাইভেটকার, মাইক্রোবাস থামিয়ে জানতে চাইছেন কি কারণে বা কি কাজে বের হয়েছেন। যথাযথ কারণ বলতে পারলেই গন্তব্যে যেতে পারছেন আর সঠিক উত্তর দিতে না পারলে মামলা ও জরিমানা গুণতে হচ্ছে। প্রধান সড়কগুলোতে রিকশায় যাত্রী নিয়ে আসলে, যাত্রী নামিয়ে রিকশা ঘুরিয়ে দিচ্ছে পুলিশ।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top