শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দেড় ঘণ্টা পর নিভল তুরাগ বস্তির আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ২২:৪৬

দেড় ঘণ্টা পর নিভল তুরাগ বস্তির আগুন

ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুর মাঠ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার কিছু আগে আগুন লাগে। দেড় ঘণ্টার চেষ্টায় পৌনে দুইটার আগে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও তেমন কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছিলেন। তার সঙ্গে কথা বলার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

পরে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আগুন নিভিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির এক অংশের ঘরগুলো পুড়ে গেছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top