রামেকে করোনার উপসর্গে দুইজনের মৃত্যু
রাজশাহী থেকে | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০১:১৪
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গে মৃত্যু হয়েছে দুইজনের। বুধবার (১০ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রামেকে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে রাজশাহীর দুইজন মারা গেছেন। এছাড়া রামেক করোনা ইউনিটে ভর্তি হয়েছেন নতুন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।
তিনি আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ৫৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে একজন। অপরদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২২৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে সাতজনের।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।